বিদেশ

ভারতের সঙ্গে যুদ্ধ হলে হারতে পারে পাকিস্তান : ইমরান খান

ইসলামাবাদ: অবশেষে সত্যিটা স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ রবিবার পাক রাজধানী ইসলামাবাদে বসে ইমরান খান স্বীকার করে নিলেন ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি৷ একাধিক বার ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি আর হুঁশিয়ারি দেওয়ার পর, আচমকা এই বোধোদয় দেখে বেশ কিছুটা অবাক আন্তর্জাতিক মহল৷এদিন ইমরান বলেন, তিনি শান্তিপ্রিয় মানুষ৷ বরাবর যুদ্ধের ঘোরতর বিরোধী৷ তাঁর দেশ কখনই প্রথমে পরমাণু যুদ্ধ শুরু করবে না বলেও এদিন জানান পাক প্রধানমন্ত্রী৷ যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না বলেও এদিন মন্তব্য করেন তিনি৷তাঁর দাবি, যুদ্ধ একটা সমস্যা থেকে আরেকটা সমস্যার জন্ম দেয়৷ ভিয়েতনামের ক্ষেত্রেও তাই দেখা গিয়েছে৷ তাই ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ইমরান খানের স্বীকারোক্তি, ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে যুদ্ধ বাঁধলে, তা গড়াবে পরমাণু যুদ্ধের ভয়াবহতায়৷ তবে পাকিস্তানের সামনে দুটো রাস্তা খোলা থাকবে৷ এক, আত্মসমর্পণ করা, দুই, স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া৷ পাকিস্তানিরা দ্বিতীয় পথটাই বেছে নেবে৷কাশ্মীর ইস্যুতে ফের একবার ভারতকে দোষারোপ করে পাক প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কের তিক্ততার জন্য দায়ী ভারত৷ কাশ্মীর নিয়ে এই ধরণের পদক্ষেপ পাকিস্তান মেনে নিতে পারে না৷ অনৈতিকভাবে কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷ভারতের জন্যই দুই দেশের মধ্যে আলোচনার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করে ইমরান খান বলেন পাকিস্তান ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়াকে এই ইস্যুতে পাশে পাওয়ার চেষ্টা করবে৷