কলকাতা

ডেঙ্গু মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ নবান্নের

রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই কথা মাথাতে রেখেই আজ, সোমবার নবান্নে সবকটি জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল ডেঙ্গু মোকাবিলায় পুলিসকে কাজে লাগাতে হবে। মূলত এলাকায় জল যাতে না জমে সেই দিকে নজর দিতে সিপি ও এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা এলাকাগুলিতে কাউন্সিলাররা, স্বাস্থ্য কর্মীদের নিয়ে বৈঠক করবেন। এলাকায় নজরদারি বাড়াতেও বলা হয়েছে। সূত্রের খবর, নবান্নের তরফে এও বলা হয়েছে ডেঙ্গুর চিকিৎসায় রেফার করা বন্ধ করতে হবে। কোনও ডেঙ্গু আক্রান্ত রোগী গেলে তাঁকে ফেলে না রেখে চিকিৎসা করতে হবে। এদিন প্রথম দফায় হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। পরে ভার্চুয়ালি বাকি জেলার জেলাশাসকদের সঙ্গেও বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।