দেশ

স্বচ্ছ ভারত অভিযান, রাস্তায় ঝাড়ু হাতে অমিত শাহ থেকে যোগী

মোদির আহ্বানে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অগণিত সাধারণ মানুষ।সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পয়লা অক্টোবর দেশজুড়ে সাধারণ মানুষদের এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান। ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির জন্য একঘণ্টা শ্রমদানের জন্য আবেদন করেন তিনি। মহাত্মা গান্ধীর জন্মদিবসের আগে এটিই হবে দেশবাসীর ‘স্বচ্ছাঞ্জলি’। প্রধানমন্ত্রীর আহ্বানে রবিবাসরীয় সকাল থেকেই রাস্তায় বিজেপির নেতা-কর্মীরা। এদিন সকালেই আহমেদাবাদের রাস্তায় ঝাড়ু হাতে কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে দেখা গিয়েছে তাঁকে। দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, সীতাপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা গিয়েছে।