জেলা

কচুবেড়িয়া যাওয়ার পথে মাঝনদীতে যাত্রী সহ আটকে গেল ভেসেল

কচুবেড়িয়া যাওয়ার পথে আটকে গেল একটি ভেসেল। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর আড়াইটে নাগাদ। ভেসেলটি  মুড়িগঙ্গা নদীর প্রায় মাঝখানে চড়ায় আটকে যায়। যাত্রীরা নেমে আবার পাড়ে ফিরে আসার চেষ্টা করেন।  সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নদীতে জোয়ার আসে। তারপর ভেসেলটি কচুবেড়িয়ার দিকে যায়। এই ঘটনায় যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েন।