দুর্গাপুজো উপলক্ষে ৭১ জন বন্দিকে বন্দিমুক্তি করার ছাড়পত্র দিলেন রাজ্যপাল। এই ইস্যু অনেকদিন ধরেই অমীমাংসিত পর্যায়ে ছিল। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যের তরফে কোনও সন্তোষজনক উত্তর না আসায় এবং রাজ্যপাল দুর্গাপুজোর কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সঙ্গে কথা বলে। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষেও রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতি দিয়ে জানাল রাজভবন।