পুজো শুরু হতেই ঝোপ বুঝে কোপ মারছেন অটোচালকরা। ফ্ল্যাট রেটে ৫ টাকা বৃদ্ধি শহরের বহু রুটে। হাওড়া ও খাস কলকাতার সংযোগকারী আহিরীটোলা লঞ্চঘাট থেকে উল্টোডাঙা রুটের ভাড়া মাথাপিছু ২০ টাকা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ২৫ টাকা। কেউ আবার ১০ টাকা বেশি নিচ্ছেন। তবে সন্ধ্যা হলেই বদলে যাচ্ছে রেট চার্ট। প্রথমত, টানা রুট বদলে যাচ্ছে কাটা রুটে। আহিরীটোলা থেকে শোভাবাজার মেট্রো স্টেশন এবং সেখান থেকে উল্টোডাঙা মোড়। প্রথমভাগে ভাড়া ১৫ টাকা। দ্বিতীয়ভাগের ভাড়া ২০ টাকা। অর্থাৎ, একই দূরত্ব যেতে সকালে লাগছে ২৫, আর সন্ধ্যা হলেই কাটা রুটে সেই ভাড়া হচ্ছে ৩৫ টাকা। অন্যদিকে, শিয়ালদহ থেকে ধাপা বাইপাস, মেট্রোপলিটনের অটোর সংখ্যা কমে গিয়েছে। সেখানেই ন্যূনতম ভাড়া ১০ টাকা থেকে বেড়ে ১৫ টাকা হয়েছে। নাকাল হচ্ছেন সাধারণ মানুষ।