মালদা

ভাইপোকে কোপানোর অভিযোগ গুণধর কাকুর বিরুদ্ধে

হক জাফর ইমাম, মালদা: জমি বিবাদের জেরে ভাইপোকে কোপানোর অভিযোগ উঠল গুণধর কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা রাতে মালদা রতুয়া থানার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল গ্রাম এলাকায়। আক্রান্ত ভাইপো বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভাইপো মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ সূত্রে জানা গেছে আহত ভাইপোর নাম রফিকুল ইসলাম(২৬)। অভিযুক্ত কাকা সবর আলী ঘটনার পর থেকেই পলাতক।আহত রফিকুল ইসলামের অভিযোগ, তাদের একটি ৪ কাঠা জমি নিয়ে বিবাদ শুরু হয় তার কাকার সাথে। ওই ৪ কাঠা জমি ঘিরে সে নিম গাছ লাগিয়েছিল। হঠাৎ সেই গাছগুলি উপড়ে ফেলে দেয় অভিযুক্ত কাকা। ঘটনার প্রতিবাদ করতেই অভিযুক্ত কাকা ধারালো অস্ত্র দিয়ে তার ওপরে চড়াও হয়। ঘটনায় আক্রান্ত ভাইপোর চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসলে অভিযুক্ত গুণধর কাকা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় ভাইপো কে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ভাইপোর তার মাথায় ১৫ টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন তিনি। মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসকেরা আক্রান্ত ভাইপোর শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তার চিকিৎসকরা জন্য কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। অভিযুক্ত গুণধর কাকার বিরুদ্ধে মালদা রতুয়া থানায় অভিযোগ জানানোর কথা জানিয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে মালদা রতুয়া থানার পুলিশ। তবে এখনো অভিযুক্ত গুণধর কাকু অধরা।