চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। আসরে এটা তাদের টানা তৃতীয় জয়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় এটি। একের পর এক রেকর্ড হল দিল্লির এই ম্যাচটিতে। ম্যাক্সওয়েল, ওয়ার্নার, বাস দি লিডির পর এবার দলগত ভাবে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রানে জয়ের নজিরও এদিন গড়ে ফেললেন প্যাট কামিন্সরা। এদিন তারা নেদারল্যান্ডকে ৩০৯ রানে পরাজিত করে। এর আগে অবশ্য অস্ট্রেলিয়ারই ঝুলিতে ছিল এই রেকর্ড। ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ২৭৫ রানের ব্যবধানে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া। এবার অজিরা নিজেদেরই সেই রেকর্ড ভাঙল।