বিধানসভা অধিবেশন শুরুর প্রথম দফাতেই বিক্ষোভ দেখিয়ে বিধানসভা থেকে বেরিয়ে যান গেরুয়া শিবিরের বিধায়করা। দুর্নীতি নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি প্রস্তাব এনেছিলেন তাঁরা। সেই প্রস্তাব পাঠ হলেও আলোচনা হয়নি। বিক্ষুব্ধ বিজেপি বিধায়করা স্লোগান দিয়ে বেরিয়ে আসেন অধিবেশন কক্ষ থেকে। অন্যদিকে এই মুহূর্তে গেরুয়া শিবির শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে শাহি সভার। বুধবার কলকাতায় সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। জানা গিয়েছে একই সিনে, অর্থাৎ বুধবার কালো পোশাক পরে বিধানসভায় হাজির হবেন রাজ্যের শাসক দলের বিধায়করা। সূত্রের খবর, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, বুধবারের আগেই, আজ অর্থাৎ মঙ্গলবার, বিধানসভার অধিবেশন শেষে বি আর অম্বেডকরের মূর্তির সামনে ধর্না দেবেন তৃণমূলের বিধায়করা।