কলকাতা

১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, এবারের থিম কান্ট্রি ইউকে

আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, সাহিত্যিকরা। এবারের বইমেলার থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম। মঙ্গলবার পার্ক স্ট্রিটের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে বইমেলা শুরুর ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, পূর্ব এবং উত্তর- পূর্ব ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং, ব্রিটিশ কাউন্সিলের পূর্ব এবং উত্তর- পূর্ব ভারতের ডিরেক্টর ডঃ দেবাঞ্জন চক্রবর্তী এবং গিল্ডের অন্যান্য সদস্যরা। সম্মেলনের শুরুতে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানায় গিল্ড। প্রকাশনাকে শিল্পের স্বীকৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তাঁর সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন গিল্ডের প্রতিনিধিরা। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ক্রিয়েটিভ ইকোনমি সেশনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন। গতবার প্রায় ২৬ লক্ষ মানুষ এসেছিলেন বইমেলায়। বই বিক্রি হয়েছিল ২৫ কোটি টাকার। জানা গেল, এবারে ইতিমধ্যেই ২ হাজারের বেশি প্রকাশনা সংস্থা স্টল দেওয়ার আবেদন জানিয়েছে। সাড়ে তিনশোর ওপর লিটিল ম্যাগাজিন থাকছে। বোর্ড পরীক্ষার কথা ভেবে এবার বইমেলা শুরুর তারিখ এগিয়ে এনেছে কর্তৃপক্ষ। মেলা চলাকালীন শনি, রবি ছাড়াও ২৩ জানুয়ারি এবং ২৬ জানুয়ারির ছুটি থাকছে। ফলে, ভিড়ের কথা ভেবে আগাম ব্যবস্থা নিচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। এবার ব্রিটিশ কাউন্সিলের ভারতে উপস্থিতির ৭৫ বছর। কলকাতা বইমেলায় সেই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান করা হবে, এমনটাই জানান ব্রিটিশ কাউন্সিলের ডঃ দেবাঞ্জন চক্রবর্তী। ১২ বছর পর এবার অংশগ্রহণ করছে জার্মানি। আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ডের পাশাপশি থাকছে দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, বিহারের স্টলও। অন্যতম আকর্ষণ হিসেবে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি চলবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল।