মোমবাতির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৬। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৮ জন। আজ, শুক্রবার ঘটনাটি ঘটে পুণের পিম্প্রি চিনচৌদ এলাকায়। দুপুর পৌনে তিনটে নাগাদ দমকলকে ফোন করে আগুন লাগার খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাঁচানো যায়নি ছটি প্রাণ। জানা গিয়েছে, তাঁরা সেই সময় কারখানা থেকে কোনওভাবেই বেরতে পারেননি। তবে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসা চলছে তাঁদের। খবর দেওয়া হয়েছে পরিবারকেও। তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।