দেশ

বিজেপি সাংসদ প্রতাপ সিমহার দেওয়া পাস নিয়ে লোকসভায় প্রবেশ করেঃ সূত্র

বুধবার বড়সড় নিরাপত্তার ঘাটতি দেখা দেয় লোকসভায় । লোকসভার গ্যালারি থেকে সাংসদদের দিকে ছুটে আসেন ২ জন। ঘটনার জেরে সংসদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনার পরপরই ওই ২ যুবককে গ্রেফতার করা হয়। বর্তমানে থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনার পর আরও একটি খবর প্রকাশ্যে আসে। সূ্ত্রের খবর, লোকসভায় যে ২ জন বুধবার প্রবেশ করে ক্যানিস্টার নিয়ে, তাদের মধ্যে একজন বিজেপি সাংসদ প্রতাপ সিমহার রেফারেন্সে পাস সংগ্রহ করে। বিজেপি সাংসদ প্রতাপ সিমহার রেফারেন্সে ইস্যু করা পাস নিয়েই সংসদে প্রবেশ করে ওই ব্যক্তি। কর্ণাটকের মাইসুরুর সাংসদ হলেন প্রতাপ সিমহা।  জানা গেছে, বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি বলে একটি ভিজিটর পাস জোগাড় করেন তাঁদের মধ্যে একজন। ‘তানাশাহি নেহি চলেগা’ এই স্লোগান দিতে লোকসভার গ্যালারি থেকে লাফিয়ে পড়লেন দু’জন। 

https://twitter.com/i/status/1734892100007965099