২০২৪ সালের লোকসভা ভোটের আর বেশ দেরি নেই। তাই সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদের গণ সাসপেনশনের আবহেই দিল্লিতে শুরু হল বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠক। এদিন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সোনিয়া গান্ধি, অরবিন্দ কেজিরিওয়াল, নীতীশ কুমার, শরদ পওয়ার, লালুপ্রসাদ যাদব, অখিলেশ যাদবরাও। আর কয়েক মাস পরেই লোকসভা ভোট। চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়বে ইণ্ডিয়া। মোদি সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে, আর তৃতীয়টি মুম্বইয়ে। ব্যবধান ৩ মাসের। আজ, মঙ্গলবার চতুর্থ বৈঠক হচ্ছে দিল্লিতে। এদিকে হিন্দি বলয়ে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে সরকার গড়েছে বিজেপি। লোকসভা ভোটে বিরোধী আসন সমঝোতা সবচেয়ে গুরুত্বপূণ হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।