দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অভিনেতা লি সান কিউন-এর রহস্য মৃত্যু। দক্ষিণ কোরিয়ার সোলে, অভিনেতার নিজের গাড়ির মধ্য়েই মিলল তাঁর মৃত দেহ। প্যারাসাইট ছবির জন্য পেয়েছিলেন অস্কার। শুধুমাত্র দক্ষিণ কোরিয়াই নয়, বিশ্বব্যাপী তাঁর অভিনয়ের জন্য তিনি ছিলেন জনপ্রিয়। হঠাৎ করেই এমন রহস্য মৃত্যুতে বিস্মিত তাঁর অনুরাগীরা। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে প্যারাসাইট-এ তাঁর চরিত্র, আন্তর্জাতিক স্তরে তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে। সম্প্রতি মাদক কাণ্ডে নাম জড়িয়েছে তাঁর। বেশ কিছুদিন ধরে সেই নিয়েই বেশ বিরক্ত ছিলেন তিনি। এই ঘটনার পরেই তাঁর হাত থেকে ভালো ভালো সিনেমা হাত ছাড়া হতে শুরু করে। টেলিভিশন থেকেও ব্রাত্য করা হয় তাঁকে। এই সবের পরই অবসাদে ভুগতে শুরু করেন তিনি। অনুরাগীরা মনে করছেন এই কারণেই আত্মহত্যারর পথ বেছে নিয়েছেন তিনি।