কলকাতা

WB Budget 2024 : আজ রাজ্য বাজেট পেশ

রাজ্য সরকারের বিপুল বকেয়া পড়ে রয়েছে কেন্দ্রের ঘরে। একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তার পাওনা টাকার জন্য কেন্দ্রের উপরে চাপ তৈরি করেও কোনও ফল হয়নি। কিন্তু রাজ্যে চালু রয়েছে একাধিক ওয়েলফেয়ার স্কিম। সেই টাকার জোগান কীভাবে আসবে? ধারের পরিমাণ বাড়িয়েই কি গরিবদের টাকা মিটিয়ে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? এমনই সব জল্পনা, প্রবল চাপ ও বিভিন্ন প্রশ্নের মধ্যে আজ বিধানসভায় পেশ হচ্ছে রাজ্য বাজেট। বেলা তিনটেয় ওই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের অন্তর্বতীকালীন বাজেটে ঠিক কী হল তা কোনও ধারণা খুব বেশি মানুষের নেই। রাজ্য বাজেটে যে তা হবে না মনে করছে বিভিন্ন মহল। তবে লোকসভা ভোটের আগে রাজ্যের এই বাজেটে যে কিছুটা চমক থাকবে তা অনেকেই মনে করছেন। সেক্ষেত্রে নজর থাকবে এবার রাজ্য সরকার  সরকারি কর্মচারীদের ডিএ বাড়ায় কিনা। এনিয়ে টানা আন্দোলন করে চলেছেন সরকারি কর্মীরা। গত বছর রাজ্যে ৩ শতাংশ ডিএ বাড়িয়েছিল। এবার কী হয় সেটাই দেখার।