দেশ

RBI : রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

ঋণের চাপ থেকে মধ্যবিত্ত নাগরিকদের রেহাই দিতে সক্রিয়তা বজায় রাখল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। টানা ছ’বার অপরিবর্তিত রাখা হল রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় আরবিআই)। অর্থাৎ আগের মতো রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে। লোকসভা ভোটের আগে বদল হয়নি রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় আরবিআই)-ও।