কলকাতা

রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের

রাজ্যসভা ভোটের জন্য প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। রবিবার সুস্মিতা দেব, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর এবং সাগরিকা ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে।  এ বারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন জন সাংসদ। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও প্রার্থী করা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ মতুয়া মহাসংঘের সভাপতি মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব এবং মহম্মদ নাদিমুল হককে প্রার্থী করা হয়েছে এবার। উল্লেখযোগ্য ভাবে, রাজ্যসভায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করল তিন মহিলাকে। তালিকায় সাংবাদিক সাগরিকা ঘোষ। তালিকায় আছেন মমতা বালা ঠাকুর ও সুস্মিতা দেব। এর মধ্যে মমতা বালা ঠাকুর ও সুস্মিতা দেব উভয়েই সাংসদ হিসাবে কাজ করেছেন। লোকসভায় কাজের অভিজ্ঞতা আছে। এছাড়া সুস্মিতা দেব রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই তালিকায় নাম নেই শান্তনু সেনের। বাদ গেলেন আবীর রঞ্জন বিশ্বাস ও শুভাশিস চক্রবর্তীও। তিন মহিলা ছাড়াও এবার প্রার্থী করা হয়েছে নাদিমুল হককে। এবার তার মেয়াদ শেষ হচ্ছে।