দেশ

পুলওয়ামা জঙ্গি হামলার ৫ বছর, শহিদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি

শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাঁচ বছর আগে এই ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ মৃত্যু হয় বহু সেনার ৷ সেই দিনটির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় লেখেন, “পুলওয়ামায় যে সাহসী জওয়ানরা শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই ৷ দেশ তাঁদের আত্মবলিদানের কথা আজীবন মনে রাখবে ৷”