কলকাতা

চোপড়া ৪ শিশুর মৃত্যু নিয়ে সোচ্চার তৃণমূল, রাজ্যপালের কাছে জমা পড়ল ডেপুটেশন

চোপড়া নিয়ে সোচ্চার তৃণমূল। সন্দেশখালি গেলে, চোপড়া নয় কেন? এই মর্মেই রাজ্যপালের দ্বারস্থ হলেন তৃণমূল নেতৃত্ব। আজ রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দিলেন তৃণমূলের প্রতিনিধি দল। উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশুমৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকালে বিধানসভা থেকে রাজভবনে যায় তৃণমূলের ওই প্রতিনিধি দলটি। ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য-সহ নয় নেতা-নেত্রী। বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দলের পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসে তাঁরা সাংবাদিদকের মুখোমুখি হয়ে বলেন, “যে মর্মান্তিক ঘটনা চোপড়ায় ঘটেছে তা হৃদয় বিদারক। রাজ্যপালকে আমাদের অনুরোধ, একবার আপনি যান। কথা বলুন। বিএসএফ এই কনস্ট্রাকশন বেআইনি ভাবে করছিল।” একইসঙ্গে সন্দেশখালি প্রসঙ্গ তুলে তৃণমূল নেতৃত্বের মন্তব্য, “আমরা দেখেছি আপনি সন্দেশখালি গিয়েছিলেন। আপনি একবার আসুন চোপড়ায়।” তাঁদের আর্জিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, তিনি কথা দিচ্ছেন, তিনি যাবেন।”