দল ভাঙানোর খেলায় মহাসাফল্য পেল বিজেপি। উত্তরপ্রদেশ অখিলেশ যাদবকে ধাক্কা দিয়ে ১০টির মধ্যে ৮টি-তে জেতার পর কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশে অপ্রত্যাশিত জয় পেল বিজেপি। হিমাচলপ্রদেশে কংগ্রেসের ৪০ জন বিধায়ক আছে, সেখানে বিজেপির আছে ২৮টি। ফলে সেখানের একমাত্র রাজ্যসভা আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি-র জয় নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু এসব পরিস্থিতিতে বিজেপি ‘খেলা’ দেখায়। এদিনও দেখাল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্যে কংগ্রেসের ৬জন বিধায়ক ক্রস ভোটিং করে বিজেপি প্রার্থী হর্ষ মহাজনকে জিতিয়ে দিলেন। ৬টা ভোট এদিক ওদিক হলেই আগে বাংলা থেকে রাজ্যসভায় যাওয়া অভিষেক মনু সিংভি হেরে যেতেন, ঠিক সেটাই হল। রাজ্যসভা ভোটে এভাবে হারের পর এবার হিমাচলে কংগ্রেস সরকার পতনের সম্ভাবনা। সেখানে সরকার গড়ার দাবি জানাতে রাজ্যপালের কাছে আগামিকাল, বুধবার যাচ্ছে বিজেপি।হিমাচল বিধানসভায় রাজ্যসভার ভোটাভুটিতে ৬৮টি ভোটের মধ্যে কংগ্রেসের অভিষেক মনু সিংভি ও বিজেপির হর্ষ মহাজন দুজনেই ৩৪টি করে ভোট পান। এরপর টসে জিতে রাজ্যসভার সাংসদ হলেন কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যাওয়া প্রার্থী হর্ষ মহাজন। মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু-র বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন হর্ষ মহাজন।