দেশ

Jamtara Train Accident : ঝাড়খণ্ডে এক্সপ্রেস ট্রেনে আগুনের আতঙ্কে লাইনে নামতেই প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কা, নিহত ১২, আহত বহু

ঝাড়খণ্ডে ভয়াবহ রেলদুর্ঘটনা। অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে এখনও অবধি খবর। আহত বহু। জামতাড়া ও কার্মাটাঁড়ের মাঝে এই দুর্ঘটনা ঘটে। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। অন্ধকারের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে, রাত ৮টা ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে বুধবার আচমকাই খবর ছড়ায় আগুন লেগে গিয়েছে। তখন ট্রেন জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছে। হঠাৎই গুজব ছড়ায় ট্রেনে আগুন লেগে গিয়েছে। এরপরই বেশ কিছু যাত্রী হঠাৎ করে রেললাইনে নেমে পড়ে। উল্টোদিক থেকে আসানসোল ঝাঁঝা এক্সপ্রেস সে সময় আসছিল। সেই ট্রেনেই ধাক্কা লাগে একাধিক যাত্রীর। এখনও অবধি যা খবর, ১২ জনের মৃত্যুর খবর আসছে। ঘটনাটি ঘটেছে আসানসোল রেল ডিভিশনের জামতাড়ায়।