কলকাতা : বন্যপ্রাণ রক্ষায় মানুষকে সচেতন করবে পশ্চিমবঙ্গের বন দফতরের বন্যপ্রাণ শাখা। তার জন্য পুজোয় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।শুক্রবার অরণ্য ভবন থেকে সুসজ্জিত একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। মন্ত্রী ব্রাত্য বসুর হাত দিয়ে তার শুভ সূচনা হয়।বন্যপ্রাণ সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ বন দফতরের বন্যপ্রাণ শাখা পুজোর সময় কলকাতার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবে এই ট্যাবলো গাড়ি।বিভিন্ন বন্যপ্রাণীর ছবি দিয়ে ট্যাবলো গাড়িটিকে সাজানো হয়েছে। গাড়িতে লেখা রয়েছে একটি হেল্পলাইন নম্বর । বন্যপ্রাণ বাঁচাতে ফোন করতে পারেন ওই নম্বরে। হেল্পলাইন নম্বরটি হল. ১৮০০৩৪৫৫২০৪, হেল্পলাইন নম্বর ছাড়াও ফোন করতে পারেন বন্যপ্রাণ সদর দফতরে। ফোন নম্বরগুলি হল ০৩৩-২৩৩৪৬৯০০/২৩৫৮৩২০৮।এই প্রথম শহরের পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে এই ট্যাবলো। ওই গাড়িতে লেখা রয়েছে বন্যপ্রাণ সম্পর্কে নানা সচেতনতা মূলক বার্তা। শুধু তাই নয় মানুষের হাতে তুলে দেওয়া হবে লিফলেট।পুজোর দিন গুলোতে বিভিন্ন পুজো মণ্ডপে প্রচুর মানুষের ভিড় থাকে আর সেই কারণে অনেক বেশি মানুষের কাছে এই বার্তা নিয়ে পৌঁছনো যাবে। তাই পুজোর সময় বন্যপ্রাণ শাখা এই অভিনব উদ্যোগ নিয়েছে, এমনটাই জানালো বন দফতরের আধিকারিকরা।