কলকাতা

‘একবার বাড়িতে ইডি এলেই কেউ কেউ তো ভয় পেয়ে চলে যাচ্ছে , ভাবছে, বাবা! যদি আবার ধরে’, তাপসকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বুধবার তাপস রায় যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আর নারীদিবসের প্রাক্কালে বৃহস্পতিবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের বিজেপি যোগ নিয়ে প্রতিক্রিয়া দিলেন। তাপস রায়ের নাম না করে তাঁর কটাক্ষ, ”কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে, একবার ইডি এলেই। ইডির লোকই পরে ফোন করে বলছে, বিজেপিতে যান। এনিয়ে বৃহস্পতিবারের সভা থেকে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাপসে সুর নরম করে তাঁর দলবদলের জন্য তিনি দায়ী করলেন ইডিকেই। বললেন, ”কিন্তু সিবিআই-ইডি লাগাও। এত রাগ কেন? কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে একবার বাড়িতে ইডি এলেই। ভাবছে, বাবা! ইডি যদি আবার ধরে।” তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট,

দীর্ঘদিনের সতীর্থ যতই বিরোধী শিবিরে যোগ দিন, তাঁর প্রতি খুব কড়া বাক্যবাণ প্রয়োগ করলেন না।সমস্যা মিটে যাবে।”নিয়োগ দুর্নীতি মামলায় গত জানুয়ারি মাসে কলকাতার দু প্রান্ত – বরানগর ও লেকটাউনের শ্রীভূমির বাড়িতে তৃণমূলের দুই নেতা তাপস রায় ও সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। দিনভর তাঁদের বাড়িতে চলে তল্লাশি। রাতে ইডি চলে যাওয়ার পর দুই নেতাই কার্যত ক্ষোভে ফেটে পড়েছিলেন ইডির ‘প্রতিহিংসামূলক আচরণ’ নিয়ে। পরে তাপস রায় অভিমানের সুরে বলেন, সেদিন থেকে একবারও দলনেত্রী এ এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেননি, কোনও সভায় তার প্রতিবাদও করেননি। সেই অভিমানে তিনি দলত্যাগই করেছেন। যোগ দিয়েছেন বিজেপি  শিবিরে। সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে গেরুয়া প্রার্থী হতে পারেন তিনি।