জেলা

কাজিরাঙা উদ্যানে হাতির পিঠে সফর প্রধানমন্ত্রীর

শনিবার সকালে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভে সাফারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কখনও হাতির পিঠে, আবার কখনও জিপে করে জঙ্গলে সাফারি করেন প্রধানমন্ত্রী ৷ জওহরলাল নেহরুর পর এই প্রথম দেশের কোনও প্রধানমন্ত্রী কাজিরাঙায় গেলেন ৷ ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে কাজিরাঙা ৷ সেখানে এই প্রথম সফরে গেলেন প্রধানমন্ত্রী ৷ এদিন প্রথমে পার্কের সেন্ট্রাল কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় হাতি সাফারি করেন মোদি ৷ এরপরে রেঞ্জের ভিতরে জিপে সাফারি করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন পার্কের পরিচালক সোনালী ঘোষ ও অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।দু’দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় কাজিরাঙায় পৌঁছন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে জোড়হাটে কিংবদন্তি আহোম জেনারেল লাচিত বারফুকানের ১২৫-ফুট উঁচু ‘স্ট্যাচু অফ ভ্যালোর’-এর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী এরপরে জোড়হাট জেলার মেলেং মেটেলি পোথারে যাবেন ৷ সেখানে তিনি প্রায় ১৮ হাজার কোটি টাকার কেন্দ্রীয় এবং রাজ্য উভয় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই জায়গায় তাঁর একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। অসম থেকে অরুণাচলে যাবেন প্রধানমন্ত্রী ৷এর আগে ১৯৫৭ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরু কাজিরাঙা অভয়ারণ্য পরিদর্শনে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধিও দু’বার কাজিরাঙা এসেছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসাবে তিনি আসেননি ৷ প্রধানমন্ত্রী হিসাবে রাজীব গান্ধিও কাজিরাঙায় গেলেও জঙ্গল পরিদর্শন করেননি। এরপর প্রধানমন্ত্রী হিসাবে মোদি এদিন কাজিরাঙা গিয়েছেন। দু’দিনের উত্তর-পূর্ব ভারত সফরে রয়েছেন মোদি। শুক্রবার তেজপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী মোদি পৌঁছন পানবাড়ি হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে করে কাজিরাঙা যান সন্ধ্যায়। শনিবার ভোরে তিনি সাফারির জন্য বের হন।কাজিরাঙ্গায় ২২০০টিরও বেশি ভারতীয় একশৃঙ্গ গন্ডার রয়েছে ৷ যা বিশ্বের প্রায় তিন ভাগের দুই ভাগ। উদ্যানটি ১৯৮৫ সালে ইউনেসকোর তরফে বিশ্ব হেরিটেজের তকমা পেয়েছে। অসমে সফরকালে প্রধানমন্ত্রী মোদি রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি তিনসুকিয়া মেডিক্যাল কলেজেরও উদ্বোধন করবেন ৷ এরই সঙ্গে, শিবসাগর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি ৷ জানা গিয়েছে, এই মেডিক্যাল কলেজ পিএম-ডিভাইন স্কিমের অধীনে তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী ৭৬৮ কোটি টাকা ব্যয়ে ডিগবই রিফাইনারির সম্প্রসারণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।