দেশ

দেশের নতুন জোড়া নির্বাচন কমিশনার হলেন সুখবীর সিং সান্ধু ও জ্ঞানেশ কুমার

সামনেই লোকসভা ভোট ২০২৪। তার আগেই নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন অরুণ গোয়েল। এরপরই নতুন নির্বাচন কমিশনার নিয়োগে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ৩ সদস্যের প্যানেল। কংগ্রেসের বহরমপুরের এই সাংসদ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর নাম নয়া নির্বাচন কমিশনার হিসাবে বাছা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই নাম নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সেই প্যানেলে নির্বাচন কমিশনার হিসাবে বেছে নেওয়া হয়েছে জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুকে। প্যানেলের বৈঠকের পর এই দাবি করেছেন অধীর চৌধুরী। নির্বাচন কমিশনের জোড়া শূন্যপদে দুই আমলাকে নিয়োগ করা হয়েছে। দেশের দুই নির্বাচন কমিশনারের পদে নিয়োগ হয়েছেন সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। দুই শূন্যপদে নিয়োগের জন্য বৃহস্পতিবার বৈঠকে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা হিসাবে কমিটিতে রয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। মোদি এবং অধীর ছাড়াও বাছাই সংক্রান্ত কমিটির তৃতীয় সদস্য হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।