দেশ

প্রথমবার ভেঙে পড়ল সুপারসনিক বিমান ‘তেজস’

মঙ্গলবার রাজস্থানের জয়সলমীরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ভারতীয় বায়ুসেনার লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) তেজস একটি অপারেশনাল ট্রেনিং সর্টির সময় জয়সলমিরের কাছে ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়েছেন বলেও জানা গিয়েছে।এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় বায়ুসেনা একটি বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান আজ একটি অপারেশনাল ট্রেনিং সর্টির সময় জয়সালমিরে দুর্ঘটনার সম্মুখীন হয়। পাইলট নিরাপদে বের করে এসেছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে’।