নেতাজি নগরে যুবকের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য। সিএএ নিয়ে আতঙ্কের জেরে আত্মহত্যা বলে দাবি পরিবারের। নেতাজিনগরে দেবাশিস সেনগুপ্ত নামে ওই যুবকের আত্মহত্যা ঘিরে এমনই দাবি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস-ও। মৃতের বাড়ির সদস্যদের অভিযোগ, সিএএ এবং এনআরসি নিয়ে তিনি কিছুদিন ধরেই চিন্তায় ছিলেন দেবাশিস। তাঁর জেরে এই আত্মহত্যা বলে দাবি পরিবারের। এদিকে, এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবাশিষের মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি জানান, এদিনই মূতের বাড়িতে দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি টিম পাঠানো হবে। এই টিমে রয়েছেন, ডাঃ শশী পাঁজা, অরূপ চক্রবর্তী, সায়নী ঘোষ, নাদিমুল হক ও কুণাল ঘোষ। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল। আত্মঘাতী যুবক দেবাশিস সেনগুপ্ত সুভাষগ্রামে মামাবাড়িতে গিয়েছিলেন। বুধবার সেখান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দেবাশিসের পরিবার দাবি করেছে, সিএএ আইন নিয়ে গত কয়েক দিন ধরে আতঙ্কে ভুগছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁদের অনুমান।