এদিন রাতেই তদন্তকারী সংস্থা কেজরিওয়ালকে গ্রেফতার করে। উপমুখ্যমন্ত্রীর পর গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের রক্ষাকবচের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরই একেবারে সবরকমের প্রস্তুতি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন ইডি আধিকারিকরা।কেজরিওয়ালের পরিবারের সদস্যদের হাউস অ্যারেস্ট করেছে দিল্লি পুলিশ। আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজকে ITO থেকে আটক করেছে পুলিশ। কেজরিওয়ালের গ্রেপ্তারির পর দিল্লিতে অশান্তি এড়াতে তৎপর পুলিস। বিক্ষোভকারী আম আদমি সমর্থকদের তৎক্ষণাৎ গ্রেপ্তারের পরিকল্পনা পুলিসের। নামানো হয়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অতিরিক্ত ১০০০ পুলিস মোতায়েন করা হয়েছে বিজেপি সদর দফতর, প্রধানমন্ত্রীর আবাসন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবাসন, উপ রাজ্যপালের আবাসন এবং দীনদয়াল উপাধ্যায় মার্গে।