জেলা

‘কাগজ খুঁজে না পেয়ে আত্মহত্যা’, নেতাজিনগরে তরুণের মৃত্যুতে সিএএ নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের

কাটোয়ায় জনগর্জন সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সিএএ ও এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো সরব হন তিনি। অভিষেক বলেন, ‘গতকাল ৯৮ নম্বর ওয়ার্ড টালিগঞ্জে, ৩৩ বছরে একজন তরজাতা তরুণ কাগজ খুঁজে পাচ্ছে না বলে আতঙ্কে ভয়ে আত্মহত্যা করেছে, এনআরসি-র ভয়ে, সিএএ-র ভয়ে। প্রসঙ্গত, নেতাজিনগরে এক যুবকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় পরিবারের তরফে অভিযোগ করা হয়, সিএএ আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। মৃত যুবকের নাম দেবাশিস সেনগুপ্ত। নেতাজিনগরে ওই যুবকের মামাবাড়িতে দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, সিএএ লাগু হয়ে যাওয়ার পরেই নাগরিকত্ব নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। যদিও দেবাশিসের জন্ম অবশ্য কলকাতাতেই। কলকাতার হাজরায় চিত্তরঞ্জন হাসপাতালে জন্ম তাঁর। সেখানকার বার্থ সার্টিফিকেটও ছিল তাঁর। তারপরেও নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ভুগছিলেন দেবাশিস।