জেলা

প্রথম দফায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, বিশেষ পর্যবেক্ষকের বৈঠকে সিদ্ধান্ত

আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই তিন আসনে শান্তিপূর্ণ ভোট করানটাই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। তবে রাজ্যে প্রথম দফায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। বিশেষ পর্যবেক্ষকের বৈঠকে সিদ্ধান্ত। এখনও পর্যন্ত ১৭৭ কোম্পানি রয়েছে রাজ্যে। আরও ১০০ কোম্পানি বাহিনী সম্ভবত পরের সপ্তাহেই চলে আসবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই। সমস্ত বুথের জন্য আর কত বাহিনী লাগবে তা নিয়ে ১০ এপ্রিল সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই লোকসভা ভোটের জন্য বাংলায় দু’জন স্পেশাল অবজার্ভার বা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে একজন জেনারেল স্পেশাল অবজার্ভার। তিনি হলেন প্রাক্তন আমলা অলোক সিনহা। দ্বিতীয়জন প্রাক্তন আইপিএস অফিসার অনিল কুমার শর্মা। তিনি স্পেশাল পুলিশ অবজার্ভার। এই দুই পর্যবেক্ষকেদর উপস্থিতিতে শনিবার মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও অফিসে দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকে সিআরপিএফ এবং বিএসএফের কর্তারাও ছিলেন। সেখানেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এতেই ফিরবে ভোটারদের আস্থা।