সোমবার ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন অনেকে। এবার জেনে নিন, ঠিক কত ক্ষণ চলবে এই গ্রহণ। মেক্সিকো, হাওয়াই-সহ পলিনেশিয়া, উত্তর আমেরিকার অধিকাংশ জায়গা (আলাস্কা বাদ দিয়ে), মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ডের মতো জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। এদিন দুপুর বেলাতেই আকাশে নজর টানবে দুই গ্রহ, শুক্র ও বৃহস্পতি। কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯ টা ১২ মিনিট ৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। আর সোমবার (ইংরেজি মতে মঙ্গলবার) রাত ২ টো ২২ মিনিট ৩ সেকেন্ডে শেষ হবে সূর্যগ্রহণ (ভারতীয় সময় অনুযায়ী)। তবে ভারত সহ বাকি দেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। গত ২৫ মার্চের চন্দ্রগ্রহণের পর এটি ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ।