দেশ

মৃত ভিক্ষুকের ঝুপড়িতে মিলল দশ লক্ষাধিক টাকা, গুনতে সময় লাগল আটঘণ্টা

মুম্বই: একেই বলে কি ভিখারি রাজা! মুম্বইয়ের এই ঘটনা কিন্তু তাই বলছে৷ ভিক্ষুকের ঝুপড়িতে গিয়ে চক্ষু চড়কগাছ ২০ হাজারি মাস মাইনের পুলিশ কর্মীদের! ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার করা টাকা গুনতেই চার ঘণ্টা পার হয়ে গেল পুলিশের৷শুক্রবার রাতে মুম্বইয়ে রেললাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক প্রবীণ ভিক্ষুকের৷ নাম বীরভীচাঁদ আজাদ৷ তার বয়স আনুমানিক ৪০ বছর৷ মৃত্যুর পর তার সম্পর্কে খোঁজ-খবর নিতে পুলিশ ভিক্ষুকের ঝুপড়িতে গিয়ে পৌঁছয়৷ সেখানে কাউকে খুঁজে পায়নি পুলিশ৷ এরপর পুলিশ ঝুপড়িতে তল্লাশি চালায়৷ তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক অবস্থা৷ ঘরের মধ্যে একটা ব্যাগে ভরতি ছিল নানা মূল্যের কয়েক৷ শুধু তাই নয়৷ এই ঝুপড়িতে মিলেছে বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট৷জিআরপি পুলিশ তথ্যানুসারে, কয়েনের পরিমাণ এত বেশি ছিল যে, সেগুলি গুনতে পুলিশের চার ঘণ্টার বেশি সময় লেগেছে৷ সব মিলিয়ে ওই ভিক্ষুকের ঝুপড়ি থেকে পুলিশ এক লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করছে৷ এছাড়া বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট পাওয়া গিয়েছেষ যার মোট মূল্য ৮ লক্ষ ৭৭ হাজার টাকা৷রাজস্থানের বাসিন্দা বীরভীচাঁদ মুম্বইয়ের গোবন্দি অঞ্চলে রেললাইনের ধারে থাকতেন৷ পাশেই রেল স্টেশনে ভিক্ষা করে বেঁচে থাকতেন। কিন্তু কেউ জানত না, তার কাছে এত বিপুল পরিমাণ টাকা আছে বা থাকতে পারে৷বীরভীচাঁদ আজাদের বাড়ি থেকে পুলিশ তার প্যান কার্ড, আধার কার্ড এবং সিনিয়র সিটিজেন কার্ড পেয়েছে। বাড়ি থেকে প্রাপ্ত নথিগুলির ভিত্তিতে জিআরপি পুলিশ রাজস্থান পুলিশকে বীরভীচাঁদ আজাদের পরিবারের সদস্যদের অনুসন্ধান করতে বলেন।