দেশ

মুম্বইয়ে ভয়াবহ ধূলিঝড়, ঝড়ে বিলবোর্ড ভেঙে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪

গত কালের সাংঘাতিক এই ধুলো ঝড়ে ঘাটকোপর এলাকায় বিলবোর্ড ভেঙে পরায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৪। ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ায় নীচে থাকা অনেকেই সেসময়ে চাপা পড়েন ৷ এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই আকাশ কালো করে তীব্র ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো ঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশালাকার ওই বিজ্ঞাপনের বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। প্রচণ্ড ঝড়ে বিলবোর্ডটি ভেঙে পড়ে একটি পেট্রোল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। চাপা পড়ে সেসময়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। উদ্ধার করা হয় ৬০ জনকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।