দেশ

আমি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেব না: স্বাতী মালিওয়াল

আগামীকাল, শনিবার নয়াদিল্লিতে ভোটগ্রহণ। তার ঠিক আগে বৃহস্পতিবার স্বাতী মালিওয়ালের হেনস্তা কাণ্ডে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছল। আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়ালের অভিযোগ, গত ১৩ মে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ড্রয়িং রুমে তাঁকে হেনস্তা করেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব বৈভব কুমার। আর তখন বাড়িতেই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। মালিওয়াল সাফ জানিয়ে দেন, আপের রাজ্যসভার সদস্যপদ ছাড়ার প্রশ্নই উঠছে না। আগে যদি রাজ্যসভার পদ চাওয়া হতো ভালভাবে তাহলে প্রাণও দিতাম। সেখানে রাজ্যসভার পদ তো ছোট ব্যাপার। এখন পৃথিবীর কোনও শক্তি পারবে এই পদ থেকে ইস্তফা দেওয়াতে। এমনই চ্যালেঞ্জ ছুঁড়েছেন স্বাতী মালিওয়াল। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাতী মালিওয়াল জানান, তিনি সবচেয়ে কম বয়সী সাংসদ। কখনও কোনও পদ চাননি। এমনকী নিজের ইচ্ছাও প্রকাশ করেননি। স্বাতী মালিওয়াল বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর বাড়িতে আমার অসম্মান হয়েছে। আর আপ নেতৃত্ব প্রত্যেকদিন আমার চরিত্রহনন করছে। এফআইআর যেটা করেছি সেখানে একটাও মিথ্যা কথা বলিনি। প্রয়োজনে পলিগ্রাফি এবং নারকো টেস্টে বসতেও আমার আপত্তি নেই।’‌ মালিওয়ালের এই বক্তব্যের মধ্যেই গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আপ।