দেশ

ষষ্ঠ দফাতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়ল ৫৮.৮২ শতাংশ, বাংলায় প্রায় ৭৮.১৯ শতাংশ

লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে, 7টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে শনিবার সন্ধ্যা 6 টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৮টি আসনে ৫৮.৮২% ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৮.১৯% এবং জম্মু ও কাশ্মীরে সর্বনিম্ন ৫১.৪১%। পাঁচ দফায় ৪২৯টি আসনে ভোট হয়েছে। শেষ ৫৬টি আসনে ভোট হবে ১ জুন। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম থেকে বিজেপি প্রার্থী প্রণন্ত টুডুর ওপর হামলা হয়েছে। পাথরের আঘাতে তার নিরাপত্তারক্ষী আহত হন। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে গড়বেতার একটি বুথ পরিদর্শন করছিলেন টুডু। ভাঙচুর করা হয়েছে প্রণন্ত টুডুর গাড়িও। বিজেপি টিএমসিকে হামলার অভিযোগ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন বলেছে- ভোট শুরুর আগে প্রার্থীদের এজেন্টরা স্বাক্ষর করেন। এই কেন্দ্রগুলিতে টিএমসি এজেন্টরা উপস্থিত ছিলেন না, তাই সেখানে কেবল বিজেপি এজেন্টদের স্বাক্ষর রয়েছে। পশ্চিমবঙ্গের তমলুকে ভোটের আগে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক তৃণমূল সমর্থক আহত হয়েছেন। এখান থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি থেকে পিডিপি প্রার্থী মেহবুবা মুফতি ধর্মঘটে বসেছেন। তার বিরুদ্ধে ইভিএম কারচুপি এবং মোবাইল ফোনের আউটগোয়িং কল ব্লক করার অভিযোগ রয়েছে। 2019 সালে, বিজেপি 40টি, BSP 4টি, BJD 4, SP 1, JDU 3, TMC 3, LJP এবং AJSU 1টি করে সর্বোচ্চ সংখ্যক আসন জিতেছে। কংগ্রেস ও এএপি একটি আসনও পায়নি।