জেলা

সপ্তম দফার ভোট অশান্তি ঠেকাতে বাড়ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা

ষষ্ঠ দফার ভোটে কুইক রেসপন্স টিমের দেখা মেলেনি এমনই অভিযোগ বিরোধীদের। সপ্তম দফায় এক ধাপে বেড়ে গেলো কুইক রেসপন্স টিমের সংখ্যা। ১ জুনের ভোটে থাকবে ১৯০০টি কুইক রেসপন্স টিম ।সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। কলকাতায় থাকবে মোট ৬০০টি কিউআরটি। সপ্তম দফার ভোটে মোট মোতায়েন করা হবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ১৯০০টি কিউআরটি থাকবে সপ্তম দফায়। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কলকাতায় মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারাসাতে থাকবে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাকপুরে মোতায়েন করা হবে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারুইপুরে থাকবে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও সন্দেশখালির যে লোকসভার অন্তর্গত, সেই বসিরহাটে থাকবে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বিধাননগর কমিশনারেটে মোতায়েন করা হবে ৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ডায়মন্ড হারবারে রাখা হবে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সুন্দরবনের দায়িত্বে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ষষ্ঠ দফার ভোটে ঘাটাল, গড়বেতা-সহ একাধিক জায়গায় গন্ডগোলের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের দাবি তারা প্রতিটি ঘটনাতেই যথাযথ ব্যবস্থা নিয়েছে। কিন্তু অশান্তি যাতে আরও এড়ানো যায় তাই সপ্তম দফায় কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।