এক বিষ্ময়কর মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী। মহাকাশে এক সারিতে দেখা যাবে সৌরজগতের ছয়টি গ্রহকে। খালি চোখেই যার সাক্ষী হতে পারবেন মানুষ। যন্ত্রের সাহায্য নিলে আরও ভালোভাবে দেখা যাবে। ৩ জুন সোমবার ঘটতে চলেছে চমকে দেওয়া বিরল কাণ্ড। বিজ্ঞানীরা জানিয়েছেন, আমাদের সৌরজগতের ছয়টি গ্রহ কাছাকাছি আসতে চলেছে। পৃথিবী থেকে তাদের দেখা যাবে-এক সারিতে অবস্থান করছে। মহাজাগাতিক পরিভাষায় এমন ঘটনাকে বলা হয় ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’। এক সারিতে অবস্থান করবে বুধ, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন এবং শনি। আসলে কিন্তু গ্রহগুলি একে অপরের কাছাকাছি চলে আসে না। তাদের অবস্থান এমন হয় যে, পৃথিবীর সাপেক্ষে তারা এক সারিতে রয়েছে বলে মনে হয়। আশ্চর্য ‘দৃশ্যের জন্ম হয়’! বিজ্ঞানীরা জানাচ্ছেন, অন্তত আগামী এক সপ্তাহ জুড়ে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও ওই দৃশ্য দেখা যাবে। প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ দেখার সবচেয়ে ভাল সময় হল ভোররাত। অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত। আকাশ মেঘমুক্ত থাকলে, সূর্য ওঠার ২০ মিনিট আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দৃশ্যমান হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে, আকাশে মেঘ থাকলে তা দেখা যাবে না। সেক্ষেত্রে মিস হয়ে যাবে মহাজিজ্ঞাসার আরও এক প্রহর!