দেশ

এবার জিও থেকে অন্য নেটওয়ার্কে ফোন করলে খসবে টাকা

 বিনামূল্যে অন্য নেটওয়ার্কে দেদার ফোন করার সুবিধা আর পাবেন না গ্রাহকরা। এবার থেকে গাঁটের কড়ি খরচ করেই ফোন করতে হবে। এতদিন যে কোনও রিচার্জেই বিনামূল্যে কলের সুবিধা দিচ্ছিল জিও। মিলত প্রত্যেকদিন ১.‌৫ গিগাবাইট ডেটা। এবার নতুন নিয়ম নিয়ে আসছে জিও। জানা গিয়েছে, জিও থেকে অন্য কোনও নেটওয়ার্ক যেমন ভোডাফোন, এয়ারটেল বা আইডিয়ার নেটওয়ার্কে ফোন করলে দিতে হবে মাশুল। প্রতি মিনিটে ছয় পয়সা লাগবে জিও থেকে অন্য নেটওয়ার্কে ফোন করতে গেলে। আর তার জন্য টপ আপ রিচার্জ ভরাতে হবে গ্রাহকদের। পোস্টপেড গ্রাহকদের জন্যও তাই। বিলে যুক্ত হয়ে যাবে কল চার্চ। তবে জিও থেকে জিও ফোন কলে কোনও টাকা লাগবে। সেটা সম্পূর্ণ বিনামূল্যই থাকছে।  সব গ্রাহকের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে না। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে জিও জানিয়েছে, ১০ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। তাই যে সব গ্রাহক ৯ অক্টোবর বা তার আগে রিচার্জ করেছে তারা আপাতত সব নেটওয়ার্কে বিনামূল্যেই কল করতে পারবেন। যত দিন প্ল্যান ভ্যালিড থাকছে তত দিন বিনামূল্যে সব কল করার এই সুবিধা থাকবে। ১০ অক্টোবর বা তার পরে যে সব গ্রাহক রিচার্জ করবেন শুধুমাত্র সেই গ্রাহকদেরই অন্য নেটওয়ার্কে কল করার সময়ে প্রতি মিনিটে ৬ পয়সা করে খরচ করতে হবে। এর জন্য ১০ থেকে ১০০ টাকার মধ্যে একাধিক টপ আপ প্ল্যান এনেছে জিও। পোস্টপেড গ্রাহকদের প্রতি মিনিটে ৬ পয়সা হারে মাসিক বিলে যোগ হবে। সেটাও হবে ১০ অক্টোবরের পর থেকে।