দেশ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের ৫ মাসের মধ্য়েই ১৮ হাজার কোটির অটল সেতুতে বিরাট ফাটল

দেশের দীর্ঘতম সমুদ্র সেতু হিসাবে এবার উঠে আসছে অটল সেতু। যা উদ্বোধন করছেন নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের এই ব্রিজ দেশের অন্যতম বড় ব্রিজগুলির মধ্যে অন্যতম। দেশের বাণিজ্য নগরী মুম্বইতে এই ব্রিজ সংযোগ রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে। ২১.৮ কিলোমিটারের এই মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক যা আনুষ্ঠানিকভাবে অটল সেতু হিসাবে পরিচিত, তা মুম্বইবাসীদের জন্য একাধিক সুবিধা আনছে।  .এবার সেই অটল সেতুতে বড়সর ফাটল। মাত্র ৫ মাস আগে উদ্বোধন হয়েছে এই সেতুর। তার মধ্য়েই মুম্বইয়ের অটল সেতুতে বিরাট ফাটল। এদিকে এই ফাটলের পেছনে কার দায় রয়েছে তা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্য়ে তুমুল বিতর্ক দানা বেঁধেছে।  অটল বিহারী বাজপেয়ী সেওরি নব সেবা অটল সেতু। নবি মুম্বইয়ের এই সেতুতেই বিরাট ফাটল দেখা গিয়েছে বলে খবর। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে এই সেতুতে গিয়ে ফাটল খতিয়ে দেখেন। এই ঘটনাকে ঘিরে তোপ দেগেছেন কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি এই ঘটনার পেছনে বিরাট দুর্নীতি রয়েছে। পাটোলে বলেন, ‘‘উদ্বোধনের তিন মাসের মধ্যে নবি মুম্বই লাগোয়া অটল সেতুর রাস্তায় ফাটল ধরতে শুরু করেছে। ১৮ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই সেতু। বোঝা যাচ্ছে ওই সেতু বা তার লাগোয়া রাস্তার কাঠামো কতটা খারাপ!’’ কংগ্রেস নেতার দাবি, যে উপাদান দিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছে সেটা অত্যন্ত নিম্নমানের। ব্রিজের প্রায় ১ ফুট অংশ বসে গিয়েছে বলে খবর। কংগ্রেস নেতার অভিযোগ রাজ্য সরকার দুর্নীতির সব সীমা পেরিয়ে গিয়েছে। মানুষের জীবন বিপন্ন। তিনি জানিয়েছেন উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যে অটল সেতুর একাংশে ফাটল দেখা দিল। প্রায় হাফ কিমি জুড়ে ফাটল।