দেশ

স্বামী-স্ত্রীর বিবাদ মেটাতে সালিশি সভা, গৃহকর্তাকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

অতীতে একটা সময়ে বিবাদ মেটাতে সালিশি সভা বসত। যদিও সময় এগিয়ে গেলেও এখনও পারিবারিক সমস্যা মেটাতে সালিশি সভা বসেছে। শুধু তাই নয়, সালিশি সভায় গৃহকর্তাকে মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাস্থল সাঁকরাইল। জানা গিয়েছে, মেয়ের বিয়েকে কেন্দ্র করে বিবাদ হয় কান্দুয়ার ব্যবসায়ী সাহাবুদ্দিন সেপাই এবং তাঁর স্ত্রীর মধ্যে।বিবাদের জেরে স্বামী-স্ত্রী দিন কয়েক আলাদা ছিলেন। সেই বিবাদ মেটাতেই সালিশি সভা বসে। অভিযোগ, জুজুরসাহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শেখ খলিল আহমেদ ওই সালিশি সভায় কয়েকজনকে নিয়ে চড়াও হয়। পরের দিকে প্রায় ১৫০ দুষ্কৃতি ধারাল অস্ত্র নিয়ে হাজির হয়, গালিগালাজ-মারধর করে বলেও অভিযোগ। বাড়িঘর ভাঙচুর, টাকা হাতানোর অভিযোগও উঠেছে। যদিও অপর এক স্থানীয় তৃণমূল নেতা জানিয়েছেন, সালিশি সভা সমস্যা মেটানোর জন্য বসেছিল, সেখানে এই মারধর, গালিগালাজের ঘটনার কথা জানা নেই।