ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। রেল মন্ত্রক সূত্রে খবর, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪জনের এবং আহত ২৮। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা। সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে তিনটি বগির গেট, জানালা খোলা যাচ্ছে না। মাটিতে গেঁথে গিয়েছে বগিগুলো। রেলমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য মনকাপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হল। ইতিমধ্যেই উদ্ধারকাজ চলছে ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রেল যাত্রীদের এবং পরিজনদের সাহাযার্ধে চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।