দেশ

বিহার, অন্ধ্রপ্রদেশের দিকে বিশেষ নজর, জোট শরিকদের মন জয়ে বাজেটে একাধিক প্রকল্প ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। তৃতীয় মোদি সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে নির্মলার সপ্তম বাজেট এটা। আর্থিক সুরাহার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর রূপরেখা থাকবে বলে আশা করা হচ্ছে। দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর সাতবার বাজেট পেশ করার রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ। এবারের বাজেটে জোট শরিক বিহার, অন্ধ্রপ্রদেশের দিকে বিশেষ নজর দিল মোদি সরকার। বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা ব্যায় বরাদ্দের ঘোষণা । বিহারে নতুন মেডিক্যাল কলেজ ও বিমান বন্দর তৈরি করা হবে, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বিহারের জন্য ২১ হাজার কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট। এছাড়া অন্ধ্রপ্রদেশ রি অর্গানাইজেশন অ্যাক্ট ঘিরেও পদক্ষেপ করেছেন নির্মলা। ওই রাজ্যের পুর্নগঠনে জন্য যে মূলধন প্রয়োজন, তাকে মান্যতা দিয়ে অন্ধ্রকে বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা নির্মলার। নির্মলা ঘোষণা করেন, বর্তমান আর্থিক বছরে ১৫,০০০ কোটি আয়োজন করা হবে, এই আর্থিক সহায়তায়। পরে আরও বাকি আর্থিক সাহায্য অন্ধ্র পেতে চলেছে বলে আশ্বাস নির্মলার।