কলকাতা

পুলিশি তদন্তে অনাস্থা, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। বুধবার বেলা ১০টার মধ্যে এই সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশের সিটকে। মঙ্গলবার রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘এটা একটা অদ্ভূত ঘটনা। তথ্য ও পারিপার্শিক প্রমাণ সংগ্রহ করতে আর সময় নষ্ট করলে চলবে না। প্রথম ৫ দিনে এই তদন্তের লক্ষ্যনীয় অগ্রগতি হওয়া উচিত ছিল। কিন্তু মামলাকারীদের বিশেষ করে নিহতের বাবা – মায়ের আবেদনকে স্বীকৃতি দিয়ে বলছি, তাঁরা তথ্যপ্রমাণ নষ্ট ও সাক্ষীদের প্রভাবিত করার যে আশঙ্কার কথা জানিয়েছেন তার প্রভূত সম্ভাবনা রয়েছে। তাই আমরা এই তদন্তের ভার সিবিআইকে হস্তান্তর করছি। আদালতের নিজরদারিতে সিবিআই তদন্ত করবে সিবিআই। আদালতকে নিয়মিত রিপোর্ট দিতে হবে তাদের।’ প্রধান বিচারপতি তাঁর নির্দেশে বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সমস্ত পক্ষকে ন্যায় দিতে রাজ্যের তদন্তকারী সংস্থার হাত থেকে তদন্তভার কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দেওয়ার অধিকার আদালতের রয়েছে। জনমানসে যখন রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তখন আদালতের এব্যাপারে পদক্ষেপ করা কর্তব্য। ঘটনার জেরে যে জনমানসে গভীর প্রভাব পড়েছে। যার ফলে ঘটনার দিনই বহু মানুষ রাস্তায় নেমেছিলেন। যাদের সামাল দিতে ব়্যাফ নামাতে হয় রাজ্যকে। এই অবস্থায় আদালত তার দায়িত্ব পালন করতে বাধ্য।’ রাজ্য পুলিশকে আদালতের নির্দেশ, ‘আদালতে উপস্থিত সিবিআই আধিকারিককে রাজ্য পুলিশ আধিকারিক কেস ডায়েরি হস্তান্তর করবেন। সঙ্গে সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বয়ানসহ যাবতীয় নথি বুধবার সকাল ১০টার মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে হবে। এছাড়া সিবিআই কোনও তথ্য চাইলে তা দিয়ে তাদের সহযোগিতা করতে হবে রাজ্য পুলিশকে।’