দেশ

আরজি কর হাসপাতালে হামলার জের, দেশজুড়ে ফের কর্মবিরতির ডাক আবাসিক ডাক্তারদের 

বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে দাবি মানার আশ্বাসে আরজি কর কাণ্ডে প্রাথমিকভাবে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন আবাসিক চিকিৎসকরা । কিন্তু, বুধবার রাতে আরজি করে হামলা ও ভাঙচুরের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তাঁরা। ১৪ অগাস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (FORDA) ফের ধর্মঘট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, ১৩ অগাস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরে ধর্মঘট প্রত্যাহার করেছিল আবাসিক চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ।বুধবার রাতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল শহরজুড়ে বিভিন্ন প্রান্তেই দেখা গিয়েছে ৷ কিন্তু, রাত বাড়তেই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ঢুকে ব্যাপক ভাঙচুর । এ ঘটনায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।