মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনায় যৌন নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভরত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচটি FIR দায়ের করা হয়েছে ৫০০ জনের বিরুদ্ধে। আর এই সবটাই হয়েছে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। এর প্রতিবাদে শনিবার বনধের ডাক দিল বিরোধীরা। দুই কির্ডারগার্টেনের পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মহারাষ্ট্রের থানে এলাকার বদলাপুর। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক সাফাইকর্মীকে। এই ঘটনায় FIR দায়েরের ক্ষেত্রে পুলিশি গড়িমসি নিয়ে প্রশ্ন তুলে পথে নামেন অভিভাবকরা।তাদের সঙ্গেই বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযুক্ত সাফাইকর্মীর বিরুদ্ধে FIR দায়ের করতে বহু সময় অতিবাহিত হয়েছে। অথচ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কয়েকঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হলো। এই ঘটনা নিয়ে লাগাতার মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সোচ্চার বিরোধী শিবির। এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার মহারাষ্ট্রে বনধ ঘোষণা করেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং কংগ্রেসের জোট। আঘাড়ি জোটের অভিযোগ, বদলাপুর থানায় নির্যাতিতা দুই পড়ুয়ার পরিবারকে ১২ ঘণ্টা ধরে অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল। ৪ বছরের দুই স্কুলছাত্রী মেডিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও ১০ ঘণ্টা সময় অতিবাহিত হয় বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগও তুলছেন বিক্ষোভকারীরা। দুই নির্যাতিতা পড়ুয়ার মধ্যে একজনের মা অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও ১০ ঘণ্টা ধরে তাঁকে থানায় অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তারা। এ দিকে, মহারাষ্ট্র সরকার ৩জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে।


