গতকাল আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পর স্বাস্থ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের একাধিক পদে রদবদলের ঘোষণা করেন মমতা। আর সেই সব ঘোষণার পরই স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের ধরনামঞ্চে শুরু হয় ‘উৎসব’। আন্দোলনকারীদের স্লোগান তুলতে দেখা যায়। অনেককে ‘নাচানাচি’ করতেও দেখা যায়। যার মধ্যে অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই ‘মিঃ মিসবাহ’ এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘আমার মনে হয়েছিল, তাঁরা অভয়ার বিচার চেয়ে আন্দোলন করছিল। তবে এখন যে মুডে উল্লাস চলছে, তা দেখে খুন হওয়া চিকিৎসকের মা-বাবা হয়ত খুব কষ্ট পাবেন। সেই পোস্টের নীচে ‘সোশ্যিও পলিটিকাল ওয়াচ’ নামক এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘তিলোত্তমার ধর্ষকের কি ফাঁসি হয়ে গেল? এদের নাচ দেখে তো তাই মনে হচ্ছে?’ এদিকে এই উল্লাসের সপক্ষে কমেন্ট করেন ‘স্বষ্টবাদী’ নামক এক এক্স ব্যবহারকারী। তিনি লেখেন, ‘রাস্তায়, জল- ঝড় এর মধ্যে ৩৭ দিন আন্দোলন করার পর যখন, সরকার তাঁদের দাবি মেনে নেয় তখন এটাই তো স্বাভাবিক। কেন ছাপ্পা ভোট দিয়ে জেতার পর ও তো আপনারা এরকম উল্লাস করেন? ভালো লাগছে না, এটাই স্বাভাবিক।’ এদিকে দীপাঞ্জন লেখেন, ‘প্রতিবাদ না নাচের আসর বোঝা মুশকিল। এটা আন্দোলন হচ্ছে।’ এদিকে ‘ইউ স্টাডি’ লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবির কাছে নত হওয়ার পরে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ এবং দুই শীর্ষ স্বাস্থ্য আধিকারিককে অপসারণ করেছেন। এর পরে জুনিয়র ডাক্তাররা এর জন্যেই উদযাপন করছেন।’ এদিকে আর এক প্রোফালই থেকে লেখা হয়, ‘তারা কখনও আন্দোলনই করছিল না, তারা ভোজ করছিল।’ এরপর ‘রাকিব খান’ লেখেন, ‘উল্লাস, লজ্জা।’