কলকাতা

এবার ধর্মতলার অনশন মঞ্চে সমাবেশের ডাক

বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো ৷ ইতিমধ্যেই ধুমধাম করে মহাসমারোহে পালিত হচ্ছে৷ আর মহাঅষ্টমী হল দুর্গাপুজোর বিশেষ একটি দিন৷ ১১ অক্টোবর ২০২৪-এ অষ্টমী এবং নবমী তিথি একসঙ্গে পালিত হবে। এদিন সন্ধেয় ধর্মতলার অনশন মঞ্চে মহা সমাবেশের ডাক। সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। সমাবেশের পর বিভিন্ন জায়গায় বিলি করা হবে জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবি সম্বলিত লিফলেট। পুজো মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত ৯ জনের পরিবারের পাশে থাকার বার্তা দিতে জুনিয়র ডাক্তাররা তাঁদের বাড়িতে যাবেন। সোদপুরে মৃত ডাক্তারের বাড়ির সামনে ধরনায় বসেছেন মা-বাবা। এদিন সেখানেও যাবেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় অনশনমঞ্চে চার চিকিৎসকের দল পাঠাল রাজ্য। অনশনকারীদের স্বাস্থ্যের অবস্থা দেখতেই চিকিৎসকের বিশেষ দল পাঠাল এসএসকেএম হাসপাতাল। সাত জন অনশনকারীরই স্বাস্থ্য পরীক্ষা করেন তারা। মেডিক্যাল টিম গঠনের কথা লালবাজারে জানানো হয়েছে।