ফের ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! এবার পুনে থেকে দেরাদুনগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখার ভুয়ো খবর ছড়াল ৷ রানওয়েতে বিমানটিকে ঘিরে তল্লাশি চালায় নিরাপত্তা সংস্থাগুলি ৷ যদিও বিমানে বোমার কোনও সন্ধান পাওয়া যায়নি বলে খবর ৷ তবে ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে আতঙ্ক ছড়ায় ৷ জানা গিয়েছে, পুনে থেকে দেরাদুনগামী ইন্ডিগোর 6E-403 বিমানে বোমা রাখা হয়েছে বলে খবর পাওয়া যায় ৷ সেই খবর ছড়িয়ে পড়তেই বিমানের যাত্রী ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য আতঙ্কের সৃষ্টি হয় ৷ আতঙ্কের মধ্যেই বিমানের ক্রু-সহ 183 জন যাত্রীকে নিয়ে বিকেল 5টা 15 মিনিটে উত্তরাখণ্ডের জলি গ্রান্ট বিমানবন্দরে অবতরণ করে বিমানটি ৷ খবর দেওয়া হয় সিআইএসএফ জওয়ান, বোম্ব স্কোয়াড ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ৷ বিমানটি অবতরণ করতেই রানওয়েতে হাজির হয় নিরাপত্তা সংস্থার সদস্যরা ৷ যাত্রীদের থেকে খানিক দূরে নিয়ে গিয়ে তল্লাশি শুরু করা হয় ৷ কিন্তু, বিমান থেকে বোমা কিংবা বিস্ফোরক জাতীয় কোনও উপাদান পাওয়া যায়নি বলে খবর ৷ তল্লাশির পর বিমানটিকে 143 জন যাত্রী-সহ 6টা 30 মিনিট নাগাদ হায়দরাবাদে পাঠিয়ে দেওয়া হয় ৷ জানা গিয়েছে, এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো ৷ জলি গ্রান্ট বিমানবন্দরের শীর্ষ আধিকারিক প্রভাকর মিশ্র বলেন, “তল্লাশিতে বিমানে কোনও বোমা পাওয়া যায়নি ৷ একটি ভুয়ো খবর এসেছিল আমাদের কাছে ৷ তবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে ৷ বিমানের সময়সূচিতে কোনও রকম বদল ঘটেনি ৷” বিগত কয়েকদিন ধরে বিমানে বেশ কয়েকটি ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটেছে ৷