ভাইরাল

ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্তর্বাস পরে ঘুরে বেড়ালেন ‘প্রতিবাদী’ ইরানিয়ান তরুণী 

পোশাকবিধির কড়া ফতোয়ার মধ্যে সম্প্রতি প্রায় বিনাপোশাকে ভাইরাল হয়েছেন এক নারী। তেহরানের এক বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সেই ইরানিয়ান মহিলাকে। কী তাঁর পরিচয়? স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র দাবি করেছেন যে তিনি একটি “মানসিক ব্যাধিতে” ভুগছেন। যদিও অনেকেই এই নারীর দুঃসাহসী প্রতিবাদকে কুর্নিশ করেছেন। তবে শনিবারের পর সেই মহিলাকে আর দেখা যায়নি। তাঁর পরিচয়ও প্রকাশ্যে আসেনি এখনও অবধি। যা নিয়ে আশঙ্কাও প্রকাশ করছেন অনেকে। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে নিয়ে যায়। গ্রেফতারির পরেই বা কোথায় রয়েছেন সেই তরুণী?  জানা গিয়েছে, ওই তরুণী তেহরানের ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তবে তাঁর নাম পরিচয় এখনও অধরাই। বিশ্ববিদ্যালয় সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, ওই তরুণী মানসিক ভাবে ‘অসুস্থ’ ছিলেন। ইন্টারনেটে ঝড় তুলেছিল তাঁর সেই বেপরোয়া পদক্ষেপ।