দেশ

মহারাষ্ট্রে সরকারি বাস উল্টে মৃত্যু ১১ যাত্রীর, আহত ২৫

মহারাষ্ট্রে বাস উল্টে মৃত্যু হল 11 যাত্রীর ৷ গুরুতর আহত হয়েছেন 25 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ জানা গিয়েছে, নাগপুর থেকে গোন্ডিয়াগামী একটি শিবশাহি রাজ্য পরিবহণ নিগমের বাস গোন্ডিয়া জেলার অর্জুনি তালুকে উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত 9 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রীর দফতর থেকে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ জানা গিয়েছে, একটি দুই চাকার গাড়িকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায় ৷ দুর্ঘটনার জেরে বাসের একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে ৷ 9 জনের দেহ উদ্ধার করছে পুলিশ ৷ গুরুতর আহত 25 জন ৷ নাগপুর থেকে গোন্ডিয়াগামী বাসটি শুক্রবার দুপুর 12 থেকে 12.30 টার দিকে কোহমারা রাজ্য সড়কের খাজরি গ্রামের কাছে যাচ্ছিল ৷ এ সময় আচমকা একটি দু’চাকার একটি গাড়ি দ্রুতবেগে বাসটির সামনে চলে আসে ৷ গাড়িটিকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায় ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 11 যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷ খাজরি গ্রামে এই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। জানা গিয়েছে, বাসে 35 জনের বেশি যাত্রী ছিলেন। যাত্রীদের চিৎকারে এলাকার মানুষ উদ্ধার করতে ছুটে আসেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বাসের চালক। স্থানীয়রাই দুর্ঘটনার কথা পুলিশকে জানায় ৷ আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ দুর্ঘটনা কবলিত বাসটিও সরিয়ে দেওয়া হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।